ক্ষমাশীল
দয়াময় খোদা অসীম,
আনন্দ উল্লাসে
বিপদে আপদে
সহায় সীমাহীন।
আল্লাহ কতই প্রেমময়,
অনুরাগ অফুরন্ত
স্নেহের ভান্ডার
কতই যে দয়াময়।
মোরা হয়ে ধৈর্যশীল,
প্রার্থনায় থাকলে
পরিত্রাণ পাবো
তিনিই যে ক্ষমাশীল
সৃষ্টিকর্তা তিনি মহান,
এ ধরায় যত কিছু
আছে বিরাজমান
তাঁর তৈরি সারা জাহান।