চট্রগ্রামে ভ্রমণ
সকাল ছয়টাও বাজেনি প্রথমে পা দিলাম
সিএনজি ভাড়া করেতো আগ্রাবাদ উঠেছি
যে হোটেলে ব্যাগ আরোও অন্যান্য জরুরী
জিনিসপত্র রাখা সেখানে যে ফেরার পথে
অবস্থানে থাকার জন্যই পরিকল্পনা নিলাম।
কত ব্যস্ততম আগ্রাবাদ শেখ মুজিব সড়ক
নগরীর দেওয়ান হাট মোড় হতে আগ্রাবাদ
মোড় পর্যন্ত সড়কের দু’পাশে গ্যারেজ আর
মোটর পার্টস ব্যবসায়ীদের দখলে তাদের
পুলিশ তাড়া দেয় ও লাটি পিটায় বেধড়ক।
ফুটপাত ছাড়িয়ে তাদের দখলের এ থাবা
গুরুত্বপূর্ণ সড়কেরও বিশাল অংশ পর্যন্ত
বিস্তৃত সড়কে প্রায়ই যানজট লেগে থাকে
এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের
যারা কতজন এ কারণে সঠিক হয় বোবা।
সিটি কর্পোরেশনের মান্য প্রশাসক মহোদয়
বিভিন্ন এলাকা অভিযান পরিচালনায় যান
গুরুত্বপূর্ণ এ সড়কের অবৈধ দখল উচ্ছেদে
অভিযান পরিচালনা করা হলেও লাভ হয়নি
এতে হতাশ ভুক্তভোগীদের কষ্টে পড়ে হৃদয়।