চরিতার্থ
কি আর লিখবো আমি ভাষা নাহি পাই
চার দিকেই ঘিরে আছে কতো অসংখ্য
ধোকাবাজ তাদের কু মতলব চরিতার্থ
করার জন্যে হন্যে হয়ে ঘুরে ফিরে যত
সরল তারা খপ্পরে না পড়ে উপায় নাই।
তাদের চক্রান্ত কতো যেনো শক্তি ধর
অনেক চালাক চতুর আরো তারা পটু
চলা ফেরায় শীঘ্র সংঘবদ্ধ হয়ে থাকে
নিরব ভুমিকা রয় উত্তেজিত হলে তয়
কথা বার্তায় জোরে থাকে গলার সর।
খোদা প্রদত্ত প্রাকৃতিক যতো ফল মূল
স্বাস্থ্য সম্মত অধিক প্রুটিন সমৃদ্ধ কত
উন্নত ফল ফলাদিতে যেভাবেই হউক
দুষ্ট প্রকৃতির লোকেরা ভেজাল মিশ্রণ
করে শরীর স্বাস্থ্যের বাঝায় গন্ডগোল।
কখনো ভোক্তাদের এমন অবস্থাই হয়
স্বাস্থ্য প্রদ ও শক্তি বর্ধিত যত ফল মূল
ভক্ষণ করে মিশ্রিত ফরমালিনের বিষে
আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির পরে
দীর্ঘ দিন পর্যন্ত চিকিৎসার্থে সেথা রয়।