চলো নিরবধি
সময়ের মূল্য দিতে যারাই করেছেন কষ্ট
তাঁরা জীবনভর রয়েছেন যতো সন্তোষ্ট।
জগতে যতো ছিলেন মনিষী বা গুণী জন
সময়ের মর্যাদায় সম্মান করেছেন অর্জন।
সময়ের গুরুত্ব ছাড়া কেউ হবে না সফল
অলসতায় তার জীবন হয়ে যাবে বিফল।
কেহ যদিচ একজন ভালো ছাত্র হতে চায়
মূহুর্তের মূল্যায়নে যেন সময় চালিয়ে যায়।
যে কোন ক্ষেত্রে সফল হতে কেউ চাও যদি
এর সঠিক মূল্য দিয়ে এগিয়ে যাও নিরবধি।
সময়ের পড়া অথবা কাজ সময় মতো কর
ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার পথ ধর।
পৃথিবীতে কতো সফল মানুষ জন্মে ছিলেন
সময়ের সঠিক মূল্য যত তারা দিয়ে গেলেন।
নিয়ম মতো চলে আর কষ্ট সহ্য করেই গেলে
আল্লাহর কৃপায় ইহ ও পরকালে মুক্তি মিলে!