জড়োসড়ো !
মানুষ অসৎ থাকে যতো দিন
তাদের তেমন শত্রু জন্মায়নি
এ বিশ্ব ভ্রম্মান্ডেতে তত দিন।
কিন্তু যারা সৎ হয়ে গড়ে উঠে
চলাচলের সময়টিতে কখনো
তাদের শত্রুর অভাব না ঘটে।
সত্য একবার করে বলতে হয়
তা বারবার বললে মিথ্যে হয়ে
শোনার আরো কত দৃষ্টান্ত রয়।
কেউ যতোও বলে মিথ্যে কথা
যা বারবার বললে সত্যের মত
গণ্য করা হয়ে থাকে যথাতথা।
সত্যের শক্তি দ্বারা সমর্থিত রয়
এই সুন্দর ধরণীর শক্তি সূর্যকে
উজ্জ্বল করেও মৃদু বাতাস বয়।
একজন সৎ লোক অনেক বড়
যারা অসংখ্য অসৎ থাকে অল্প
কিছুতে হয়ে যায় জড়ো সড়ো!
আবার যোগ্য লোকই বড়ো যত
একদল অযোগ্য লোকের চেয়ে
সে আলোক বাতি জ্বালায় শত!
যে কর্মঠ সেই জানে কতো কিছু
একদল অলস জনগণের থেকে
অকর্মণ্যই আজীবন থাকে পিছু!