জাগরণ
একদা সকল ছিলাম মাটি জলে
যেথায় প্রত্যেক মুহূর্ত পক্ষাঘাতে
মরে যেতে যেতে জাগরণ হয়েও
একত্রে চলাচল হতো সবে মিলে।
সেই জাগরণ পলেই ভেসে যেতো
গুল্ম নক্ষত্র তিথিও আয়ন মণ্ডল
ভেঙে নীলাভ বিপুল আলো এসে
অদৃশ্য নাচের টানেই ভরে দিতো।
কেউ অন্য কারো তাকাত না মুখে
এক খণ্ড শুয়ে থাকতো বিপরীতে
আরেক খণ্ডের এ রকম ভুল ছিল
লাঞ্ছনায় পড়ে থাকতো রাজপথে।
ফুটে উঠতো সূর্যমুখী ফুল ভোরে
সারাদিন জাগরণ থেকে ধ্বংসের
দিকে মুখ রেখে বলে যেতো মনে
রেখ আমরাও ছিলাম পৃথিবীতে।