তাওবায় মুক্তি
মানুষ স্বভাবত গুনাহগার বা অপরাধী হয়
ইহা মানব চরিত্রের সৃষ্টিগত বৈশিষ্ট্য আর
মহান আল্লাহ ক্ষমাশীল তিনি ক্ষমা করতে
ভালো বাসেন গুনাহের পর সেটি গোপন
রেখে যারা আল্লাহর কাছে তাওবায় রয়!
যারা অজ্ঞতায় মন্দ কর্ম সম্পাদন করেছে
অতঃপর তারা তাওবা ও সংশোধন করে
নেবে তাদের জন্য তো তিনি ক্ষমাপরায়ণ
দয়াশীল ইহা পবিত্র কোরআনে আনআম
সুরায়ই আল্লাহ তায়ালার ইরশাদ রয়েছে!
মার্জনা প্রার্থনা করাইতো অন্যতম ইবাদত
যে ব্যক্তি আল্লাহর নিকট মাফি নাহি চায়
আল্লাহ পাক ক্রুদ্ধ হন ওই ব্যক্তির ওপর
কত অপরাধ রয়েছে মোদের যা রেখেছেন
ঢেকে আল্লাহর অনুগ্রহে ইহাতো নিয়ামত!
বান্দা তাওবা করে গুনাহমুক্ত থাকতে চান
হাদিসের ভাষ্যমতে মানুষ যদি অপরাধ না
করত আর ক্ষমা প্রার্থনা না করত তবে তো
আল্লাহ এ জাতিকে তুলে নিয়ে অন্য জাতি
পাঠাতেন যে ওরা মুক্তি চেয়ে হত পরিত্রাণ!