দীন হীন
দু:খ দুর্গতিতে জীবন ভরা
সমাজে রয় দীনহীন যারা
সুখ প্রাশান্তি পায়নি তারা।
শান্তির লক্ষ্যে চেষ্টা করে
কতো কষ্টের কাজ সারে
বিফল মনোরথ হয় পরে।
শত চেষ্টা করে বিফল হয়
অন্তরে কতো অশান্তি সয়
ভাগ্যকেও দায়ী করে রয়।
সুখ শান্তির দায় কত লড়ে
চেষ্টা ও তদবির যায় করে
অশান্তি থাকে জীবন ভরে।
আল্লাহ অশান্তি দূরে নেন
তাঁর দয়ার ফলে সকলকে
প্রচুর সুখ আর শান্তি দেন।