দু’জাহানে শান্তি !
বন জংগল গাছ বৃক্ষের পশু পাখি সবে
সময়মত আর প্রহরে প্রহরে জাগে রবে।
মানুষ হয়ে তুমি কেনো চেতন হইলে না
কত যে দয়াল খোদার নামটি লইলেনা।
রাত নিশি আকাশ ছাড়া কিছুই দেখিনা
কাঁদি কেনো খোদা ছাড়া কেহ জানেনা।
আল্লাহ তায়ালা স্রষ্টা আরো জগৎ স্বামী
সর্বদা তিনি কুল কায়েনাতের অন্তর্যামী।
অন্তরের খবর সবার ভাল জানেন তিনি
আমরা সকলে সৃষ্টিকর্তার আদেশ মানি।
আদেশ নিদেশ পালন করলে মনে প্রাণে
আল্লাহর কৃপায় শান্তি পাবো দু’জাহানে!
আমরা মানব জাতি সকল সৃষ্টিরি সেরা
সময় মত উপাসনা করে সুখী হব মোরা!
আল্লাহ পাক রাসুলের রাস্তায় চলে যারা
ইবাদত বন্দেগী করে সুখে ভোগে তারা!