ধর্মান্ধতা ধ্বংস করে !
ধার্মিকতা ও ধর্মান্ধতা এক জিনিস নয়
ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে
যায় আরো ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের
দিকে ঠেলে দেয় যার কতো প্রমাণ রয়।
একজন গড়পড়তার মানুষ কথা বলে
ভাল মানুষ ব্যাখ্যা করে উর্ধ্বতন মানুষ
কাজ করে দেখায় সেরা মানুষ প্রেরণা
যোগাতে অন্যদের সাহায্য করেই চলে।
মুখস্তে ই অর্জন করে টিয়া পাখির মতো
কেবলশুধু বড় চাকরি পাওয়া শিক্ষা নয়
শিক্ষা তো মানুষের কুশিক্ষাকে দূর করে
সমাজের উন্নয়নে উৎসাহ যোগান যতো।
বিখ্যাত না হয়ে সুন্দর জীবনপাত সম্ভব
কিন্তু জীবনের মত ই জীবন না কাটিয়ে
খুব বেশী সুনামধন্য হওয়া কখনও যেন
সুন্দর জীবন গঠন করে চলাই অসম্ভব।
আহত ব্যক্তি যন্ত্রনা সহজেই ভুলে যায়
সে খুব বেশী ক্ষত বিক্ষত হলে যত কষ্ট
অগোচরে রয় পক্ষান্তরে অপমানিত যে
ব্যক্তি তত সহজে অপমান ভোলা দায়।
অসহায়কে কেউ করোনাতো অবহেলা
যদি পারো তাকে সাহায্য ও সহানুভূতি
করো মানুষ মাত্রই জীবনের কোন এক
সময় কতো অসহায় হয়েও কাটে বেলা।
প্রাপ্তি আরো প্রত্যাশার পার্থক্যটা দুঃখ
তাই নিজের প্রত্যাশাটা যতোটুকু সম্ভব
হবে কমিয়ে ফেলুন অবলোকন করতে
পারবেন দুঃখ কমে অনেক হয়েছে সুখ।