নিঃসঙ্গ জীবন !
বন্ধুত্ব আটপৌরে পোশাকী ভালোবাসা
সর্বদা ব্যবহারযোগ্য কাপড়ের দু’একটি
জায়গা সানান্য ছেঁড়া থাকলে চলে ঈষৎ
ময়লা অসুবিধার নয় খুব সুন্দর পরতে
না পারলে নেই কোন বারণ গায়ে দিয়ে
আরাম পেলে হলো তা হবেনা সর্বনাশা।
মূর্খের বন্ধুত্ব থেকে যে নিজে দূরে থাকে
জ্ঞানীকেও নষ্ট করে দেয় অজ্ঞের বন্ধুত্ব
কোন লোক পৃথিবীর কখনো যদিবা সে
জ্ঞানী গুনি ব্যাতিরেকে কদাচিত মূর্খের
সঙ্গে গভীর বন্ধুত্বে ও লিপ্ত হয় পরিণাম
স্বরূপ লোকে মূর্খ বলে স্মরণেতে রাখে।
সম্পদ আরো ধনেই বন্ধু আকর্ষণ করে
দরিদ্র আত্মীয়ের কাছে প্রত্যাখ্যাত হয়
গুণের আকর্ষণে যত বন্ধুত্ব সৃষ্টি এটা ই
সাধারণভাবে স্থায়ী হয়ে থাকে সঙ্গীহীন
নিঃসঙ্গ একাকী জীবনেই মানুষ অতিষ্ঠ
হয় এজন্যে তো বিশ্বস্ত বন্ধু বানায় পরে।
তবে ওই বন্ধুটিকে সৎ মানুষ হতে হবে
সঙ্গী বা বন্ধু না হলে জীবন-জগৎ আর
পরকালের সবই ধ্বংস হয়ে যেতে পারে
তাই সকলেই সঙ্গী নির্বাচন এবং সৎসঙ্গ
লাভে সাহচর্যে থাকার খুব গুরুত্ব দিলে
মানব জীবন উৎকর্ষের শিখরেও যাবে।