নিথর দেহখানি
খুব ভোর হলে শুনতে
পেলাম কান্নার যা সুর
চিৎকার করে কাঁন্নার
শব্দটি গেলো বহু দূর।
বাসা থেকে যথা শীঘ্র
বেরিয়ে দেখতেও পাই
অনেক লোকের ভিড়
শেষে নিজে সেথা যাই।
একটি ছেলে মাটিতে
বসে কান্নাকাটি করে
তাকে জিজ্ঞাসার পর
আরোও কাঁদে জোরে।
কাতর কন্ঠেতে তখন
দু:খের সব বলে যায়
বাস দুর্ঘটনায় একটি
মৃত্যুর খবর সে পায়!
ছেলেটি দুর্ঘটনার স্থলে
গিয়ে সে উপস্থিত হয়
পরে দেখে তার বাবার
মরদেহ সেথা পড়ে রয়!
হৃদয় বিদারক ঘটনার
স্থলে যা হাহাকার রবে
বাতাস ভারী হয়ে যায়
আহাজারি করে সবে!