নিষ্ঠাবান
জীবন চলার পথে বাঁধা আসতে পারে
থেমে যেতে নেই কোন অবকাশ যেথা
বিঘ্ন হবে সেথা হতে কাজ নিবে সেরে।
মানুষকে ঠকাতে যাদের অন্তরে কাঁপে
আর বিবেকে বাঁধে তাদের জীবনে তো
সুখ হয় না দুঃখ আজীবন লেগে থাকে।
অত্যধিক ভালো বাসা কেহো যদি পায়
এতেই দীর্ঘ দিন বেঁচে থাকা সম্ভব কিন্তু
সংখ্যা লগুর অবজ্ঞায় দুর্ভোগ পোহায়।
পৃথিবীর বুকে বিখ্যাত হতে সকলে চায়
কেউ তার সঠিক দায়িত্ব পালন করে না
একনিষ্ঠ কাজে কিন্তু অন্তরে শান্তি পায়।