নিষ্পেষিত !
গরীব দু:খী বিপন্নই যারা
তারাই সমাজের সর্বহারা
কত অনাহারে যায় মারা !
মানুষ বাঁচবে কেমন করে
দুর্নীতি চলছেই ঘরে ঘরে
কত সবল দুর্বলকে মারে !
দুর্বলরা সর্বদা নির্যাতিত
যথায় তথায় নিষ্পেষিত
গনোহারে হয় নিপীড়িত !
ঘুষ-দুর্নীতিও বেড়ে গেছে
মহৎ উদ্যোগ চলছে পাছে
কথা বলে অগনিত মিছে !
অভাবী বাঁচার উপায় নাই
যতো আমরা সুযোগ পাই
সহায়তাতে এগিয়েও যাই !