পরমানন্দ
সবার মনে কতো আনন্দ
ছোটো বড়ো তথা আবাল
বৃদ্ধ বনিতা শ্রমিক – মজুর
ধনী গরীব সকলেরি ফুর্তি
উল্লাসের থাকে পরমানন্দ।
কোন উৎসব অনুষ্ঠান হয়
তা বেশ সুন্দর ও সুষ্ঠভাবে
পালনের লক্ষ্যে পূর্ব থেকে
নিষ্ঠার সহিত গুরুত্ব দিয়ে
কাজ কর্মে শত সচেষ্ট রয়।
আরো কতো লোক আছে
দায়িত্ব এড়িয়ে চলে যেতে
থাকে আবার কখনো যদি
ভালো সুযোগ হাতে আসে
ফায়দা লোফে নেয় পাছে।