পরের তরে
আমরা সকল যত পরের তরে
জন কল্যাণে কাজ করে গেলে
আত্নতৃপ্তিতে যাবে জীবন ভরে।
মন মানষিক যাদের হয় ভালো
সর্বদা কাজ করে অন্যের জন্যে
জীবনেও জ্বলায় তাঁরা আলো।
ইহাতে খোদার রহমত অসীম
আমল আখলাক ভালো হলে
সুখ শান্তিতে থাকে সীমাহীন।
আমরা সকল যে মানব জাতি
একে অন্যের মংগল কামনায়
সুখ শান্তি ও দুঃখের হব সাথী।
আল্লাহ পাক মহান দয়াময় যিনি
তাঁর সৃষ্ট পৃথিবীতে আছে যতই
অসীম কৃপায় যে খাদ্য দেন তিনি।