পাবো পরিত্রাণ
আমরা মানব জাতি সকলেরও তরে
সাহায্য সহযোগীতা কর জীবন ভরে।
পাপীসব ক্ষমা পায় খোদার দরবারে
তাঁর দয়ায় মাফ করেন তিনি সবারে।
আল্লাহ পাক কেবল কুদরতে কামাল
তাঁর করুনায় দেন তো তিনিই সামাল।
অশেষ মেহেরবান আর রহিম রহমান
অসীম দয়ায় মোরা পাবোই পরিত্রাণ।
কুল কায়নাতের তিনি কত নিগাহবান
তাঁর করুণা ভান্ডার সর্বত্র রয় বহমান।
সবকিছু শত করুণা আর কল্যাণে হয়
মেহেরবানী কৃপায় সকল শান্তিতে রয়।
সৃষ্টির প্রথম থেকেই বেঁচে আছি দয়ায়
বিপদেও মুক্তি দিয়ে রেখেছেন মায়ায়।
ধরণীতে বিরাজমান আছি যতই মানুষ
আমলও সঠিক রেখে চলতে করি হুশ।
আল্লাহ পাক আমাদের বড় মেহেরবান
তাঁর হুকুম মতো চলি পাবোই পরিত্রাণ।