পুরুষ শাসিত সমাজ
বাংলাদেশের নারী নির্যাতন
পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা
মূল কারণ কোন মূল্য দেয়া
হয় না শুধুই করে জ্বলাতন।
নারীদের তো অবজ্ঞা করে
পুরুষরা ভাবে তারা শাসক
ওদের আদেশ মানার জন্য
জন্ম হয়েছে পুরুষের তরে।
পুরুষ মনে করেই শ্রেষ্ঠ বলে
তারা থাকেই নারী নির্যাতনে
যে সব পুরুষ তাদের চোখে
নারীদেরকে দাসী মনে চলে।
দুর্বলতায়ও নির্যাতন চালায়
দৈহিক আরো মানসিক কষ্ট
নারী-পুরুষদের থেকে দুর্বল
চোখ বুজে সহ্যে শুর মিলায়।
যতো দায়ী পুরুষের দৃষ্টিভঙ্গি
সমাজ সব চেয়েই বেশী নারী
নির্যাতন বৃদ্ধির মূলত: কারণ
পুরুষ শাসিত ব্যবস্থাও সংগী।