প্রতিজ্ঞা
সৎ ভাবে চলে যেতে হবে
অবিরাম গতিতে অগ্রসর
হতে থাকলে অচিরে সবে
লক্ষ্য স্থানেই পৌঁছে যাবে।
সময়ের মূল্যায়নে থাকো
তপস্যা সাধনার রাস্তাতে
অগ্রসর হয়ে সৃষ্টি কর্তার
প্রতি অগাধ আস্থা রাখো।
কখনো বিফল হয়ে গেলে
থেমে না গিয়ে অধ্যবসায়ে
নিয়োজিত হলে পরিশেষে
কাজ কর্মে সফলতা মিলে।
জগতে সফল হয়েছে যাঁরা
কোনো কাজে কখনো ব্যর্থ
হলে হাল ছেড়ে না দিয়ে যে
অটল সংকল্পে ছিলো তাঁরা।