প্রতিপালক
আল্লাহ তায়ালা কত যেন সুচারু করে
সৃষ্টি করেছেন পৃথিবী এবং এর উপরে
পাহাড় স্থাপন করেছেন মোদেরই তরে।
ভূমির ভিতরাংশ সুষমরুপে আছে ভরা
অসংখ্য খাদ্য দ্রব্য কতই উৎপাদন করে
পরিশ্রমী হয়ে সবই ভোগ করছি মোরা।
মানব জাতির কল্যাণে খোদা বরকতময়
করেছেন সব কৃতজ্ঞতা প্রকাশে ব্যবহার
করছি অনায়াসে মোরা যা প্রয়োজন হয়।
সকলে মোরা সৃষ্টিকর্তা আল্লাহকে মানি
বিধি নিষেধ মেনে চললে ইহ-পরকালে
শান্তি যে পাব তা আমরা সকলে জানি।