প্রাক্তন ঈদ
প্রতি বছর ঘুরে ঈদ আসে
দল মত নির্বিশেষে সবারই
অন্তরেতে ঈদের অনাবিল
আমোদে পরষ্পরে সকলে
কোলাকুলির শেষে মিশে।
প্রাক্তন রীতি রেওয়াজ মত
ঈদের আগমনী বার্তা যখন
শুরু হত গ্রাম্য শিশুরা জমি
থেকেও নাড়া কুড়িয়ে নিয়ে
গোসল করে অগ্নি পোহাত।
একত্রে গোসল করার জন্য
ছোটো ছোট ছেলে মেয়েরা
ভোর থেকে প্রাণের খুশিতে
আনন্দ উল্লাসে সবাই মিলে
ঝুলে নিজেদের ভাবত ধন্য।
পুকুরে নেমে ডুব ঝাপ দেয়
পৌষ কিংবা মাঘের প্রচণ্ডো
ঠান্ডায় যে আগে ভিজে সে
মনে করে নিতো তার পুরো
শীত অন্য সবার ভাগে নেয়।