বিবর্তন
নশ্বর জগত ছেড়ে যেতে হবে
শুধুমাত্র একে অন্যের সাথেই
আচার আচরণ কেমন ছিলো
তাই মানুষের মনে স্মরণ রবে।
কতো ভালো মন্দ মানুষ ছিল
সময়ের বিবর্তনের ফলে সবে
পর্যায়ক্রমে আল্লাহ তায়ালার
হুকুমে ধরণী হতে বিদায় নিল।
এর মধ্যে ভালো ছিলো যতো
তাঁরা যথাযথ ইবাদত বন্দেগী
আর সঠিক সুন্দর পথে চলে
সন্তোষ্টি অর্জন করেছে ততো।
আরো অনেক স্মরণীয় যারা
ন্যায় সংগত আর স্রষ্টার পথে
চলাচল করেই সবার মন জয়
লাভে বরণীয় হয়ে গেল তারা।