বিষাক্ত জীবন
নানা ধরনের মানুষ আশপাশে আছে
হিংসা ভালোবাসা প্রেম কিংবা ক্ষোভ
যতো এসব কিন্তু সবার মধ্যে রয়েছে।
তবে জীবন হয়ে উঠতে পারে বিষাক্ত
যাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলা ফেরার
ফলে নিয়ম বহির্ভুতভাবে হয় আসক্ত।
এসব মানুষকে চিহ্নিত করে যে চলে
যেনো মনের খেয়াল খুশিতে কখনো
নয় নিয়ম তান্ত্রিক চললে শান্তি মিলে।
দূরে থাকার কিছু পরামর্শ দেওয়া হল
মানসিকস্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েব
সাইটের এক প্রতিবেদন পাওয়া গেল।
আত্মপ্রেমী গালগল্প আত্ম-ধ্বংসাত্মক
আরোও আবেগ প্রবণ সমাজের মধ্যে
এসব যতো লোক আছে সব মারাত্নক।