বীরত্ব নেই
কতো উৎকৃষ্ঠ বীর ছিলো
তাদের আধিপত্যের জন্য
বিপদ সংকুল পরিস্থিতির
মধ্যে অনেকের প্রাণ গেল।
শক্তিমান বীরত্বের জীবন
হৈ হুল্লোড় কত গণ্ডগোল
অস্বাভাবিক চলা ফেরায়
সম্ভ্রম হারিয়েছে গুরুজন।
খারাপ ছিলো তাদের মন
প্রতিনিয়ত কু সংগে চলে
অশালীন কর্মে লিপ্ত হলে
চলে গেলো ধন আর জন।
অনেকের বীর দর্পে চলা
তাদেরও জীবন সায়াহ্নে
স্রষ্টার নাফরমানির জন্য
ভাগ্যে জুটে হেলা ফেলা!