ভাগ্যের খেলা
ললাটে লিখন থাকে যদি
খোদার মর্জিতে কল্যাণে
পরিশ্রম করে যাও আরো
আল্লাকে ডাকো নিরবধি।
সময় তোমার ভালো হলে
আল্লাহ তায়ালা চাহেতো
ভাগ্যের অগ্রগতির লক্ষ্যে
অনায়াসে সব যায় মিলে।
পৃথিবী এক আয়নার মত
সবার সাথে ব্যবহার করে
মনোভাবই পোষণ করবে
যতো প্রতিদান পাবে তত।
অনুকূলে কত কিছু আসে
খোদার খাছ মেহেরবানীর
ফলে তাঁর আরাধনা করে
গেলে ভাগ্যতে এসে মিশে।
অধিক পরিশ্রম যদি করো
সৃষ্টি কর্তার সাহায্য পেতেই
উন্নতির উচ্চ শিখরে যেতে
তাঁর ইবাদত বন্দেগী সারো!