ভীরু মরোমরো
যায় না এক দু মিনিটে এমন নিয়ম জানা লেখা
তেমন কতো যেন বর্ণচোরা অনেক আছে দেখা।
অসংখ্য গদ্য আরো পদ্য দিয়ে সবার হৃদয় ভরো
ও ভাই আমরা যেন হেঁজিপেঁজি ভীরু মরোমরো।
এতো ঢং ঢাং সবই ছেড়ে দিয়ে পদ্য লেখো কবি
নির্বিঘ্নে গদ্য আর পদ্য দিয়ে আঁকো মনের ছবি।
যদি কভু কাটেই ছড়া কোনো আনাড়ীদের দল
আজ বুঝাবো মজা তাদের কেমন তাহার ফল।
গ্লাস ভরপুর করে গুলিয়ে নিয়ে ছন্দ আরো লয়
ঘুরবে মাথা খাইয়ে যে দেবো ভো ভো জগৎ ময়।
কোন নিয়ম ছাড়া কখন লিখা যায় না তো পদ্য
ভরসার স্থলও শেষ আশ্রয় রয়েছে অনেক গদ্য।