মহামারির রেশ

বিশ্বজগৎ অপূর্ব ভারসাম্যপূর্ণ লীলাক্ষেত্র
ভারসাম্যকে মোরা সীমা লঙ্ঘন না করার
সাথে তুলনা করিতে পারি সকলেই সর্বত্র।

একশত জনের ভার বহিবার ক্ষমতা রাখে
যদি একটি জলযান সেই সীমা লঙ্ঘন করে
যাত্রী তোলে বেশি দুর্ভোগ দেখা দেয় ফাঁকে।

বিশ্বের বিভিন্ন দেশে যে অবস্হা পরিদৃষ্ট হয়
অনেক সময় ঋণ করতেই হয় কোন রাষ্ট্রকে
যা দূরদর্শিতার অভাবেরই দগদগে চিত্র রয়।

বিশ্বের বড় অর্থনীতির দেশ ঋণ লয় বিপুল
ঋণের অর্থের যদি একটি বড় অংশ উহার
উৎপাদনে ব্যয় না করে সেথা হবে অপ্রতুল।

এর মাধ্যমে কিছু লুটেরাদের করে ব্যবস্হা
তবে ঋণের উদ্দেশ্য ও অর্থনীতির ভারসাম্য
দেশটির বিনষ্টসহ আরো হয় খারাপ অবস্থা।

সেথায় দুর্যোগের যদি ঝড় বয়ে তবে উঠে
বিশ্বব্যাপী মহামারি ও রেশ মিলে যাওয়ার
পূর্বেই যুদ্ধ ও জ্বালানি-সংকটও যায় ঘটে।

মড়ার উপর খাঁড়ার ঘা’র অবস্হা দাঁড়ায়
প্রথম প্রশ্নও জাগে এ অবস্হায় লুটপাট
যারা করেছে তাদের এখন সবেই তাড়ায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *