মানুষে ভেজাল !
ভেজালে আজ দেশই গেছে ভরে
নির্ভেজাল বলে যেনো আর কিছু
নেই খাদ্যে ভেজাল ঔষধে চালে
ডালে মাছে তেলে ভেজাল সর্বত্র
এরই জয় জয়কার সবস্থান ধরে!
বিষেও ভেজাল পাওয়া যায় বেশ
আজকাল দেখা যাচ্ছে মানুষেতে
ভেজাল ভুয়া ডাক্তার মুক্তি যোদ্ধা
পুলিশ ও র্যাব ভুয়া মেজরে ভরেই
গেছে মোদের সোনার বাংলা দেশ!
ফরমালিনেতে ভেজাল রয় কতো
বিষ খেয়েও মানুষ মরে না সর্বত্রই
সব কিছুতেই পাওয়া যাচ্ছে যতো
ভেজালের কারণে অকালেই ঝরে
যাচ্ছেই অগনিত প্রাণও কত শতো!
আপনি তো ডাক্তার দেখাতে যান
কখনো যেন দুর্বলতা বোধ করলে
ডাক্তার আপনাকে ভালো করে না
দেখে কিছু ভিটামিনের নাম লিখে
আরো ফার্মেসি থেকেই কিনে খান!
নির্দ্বিধায় নিয়মমাফিক যান খেয়ে
আপনার কোন উন্নতি লক্ষ্য করা
যায় না মাস খানেক খাওয়ার পর
বরং দিনদিনই আরোও অবনতির
দিকেই যায় আপনার স্বাস্থ্য ধেয়ে।
ভিটামিন তৈরি আটা-ময়দা দিয়ে
ঢাক ঢোল পিটিয়ে এসবই আবার
বাজারজাতও হচ্ছে নামিদামি যা
ডাক্তারদেরই ব্যবস্থা পত্র ব্যবহার
করে জরুরী এ ঔষধ আনে গিয়ে।