মায়ের নির্ভরশীল
পৃথিবীতে এসেছিলো প্রথম যেদিন
একমাত্র নির্ভরশীল মায়ের সেদিন।
দাঁত ও শক্তি ছাড়া কতো অসহায়
কেবল মা বাবা তার সকল সহায়।
কিছুক্ষণ পর পরেই কাঁদতে থাকে
শীঘ্র মা ও বাবা কোলে নেয় ফাঁকে।
সময়ে অসময়েই তাঁরা বুকে নিতো
আদর সোহাগ ও স্নেহ মায়া দিতো।
খোদার দয়ায় শিশুরা জীবন পায়
স্নেহ আহ্লাদ করে কতো সময় যায়।
পোশাকে পেশাব ও পায়খানা ঝরে
এরপরেও আনন্দে থাকে স্নেহ ভরে।
তাদের আরামে শত ত্যাগ যেন করে
কষ্ট অশান্তি হলে জীবন বাজি ধরে।
সন্তানদের সুখেই কত দোয়াও পড়ে
দুর্ভোগ হলে খাদ্য বন্দ করেও লড়ে।