মার্জনা !
কেউ কখনও কোন অশ্লীল কাজ করে যদি
কিংবা জুলুমের পর আল্লাহকে স্মরণ করে
নিজের জন্য হঠকারিতার আশ্রয় নাহি নেয়
তবে তিনি সীমাহীন মার্জনা করেন নিরবধি!
আল্লাহ বলেন পরবর্তী প্রজন্ম অপদার্থ সব
তারা নামাজ থেকে দূরে সরে গিয়ে নিজের
খেয়াল খুশি মতো কু – প্রবৃত্তি চক্রে জড়িয়ে
পড়বে আর বেশী জুরে সুরে করে যাবে রব!
ওরা ওদের কু-কর্মের শাস্তির মুখোমুখী হবে
এদের মধ্যে যারা তওবা বিশ্বাস স্থাপন এবং
সৎ কর্ম করছে তারা জান্নাতে প্রবেশ করবে
তাদের মর্যাদা বিলুপ্ত হবেই না কোনো ভাবে!
আল্লাহ আরো বলেন,’ সার্বক্ষণিক ক্ষমাশীল
সকল বান্দাদের তরে যারা অনুশোচনা করে
বিশ্বাস সৎ কর্মে চলে আরো সত্য পথে স্থির
থেকে কথা বলে তিনি সদা থাকেন দয়াশীল!