মা বাবা হারা ছেলে
দিনরাত কাটে রাজধানীর হাতির ঝিলে
বিষণ্ন মনে আছে বসে মাবাবা হারা এক
ছেলে বিকেলে কৃষ্ণচূড়া গাছের উপরে
চোখ আটকে যায় উড়ন্ত কাক ও চিলে।
গাছের ছায়ায়ও এক ঘুমন্ত শিশু ছিল
মাছি কয়েকটা তার ঠোঁটে নাকে মুখে
বারবার বসে উৎপাত করছে সে ঘুমের
মধ্যেই হাত ও পা নাড়া চাড়া করে নিল।
শিশুটিও তাড়ানোর চেষ্টা করছে মাছি
আরও কয়েকটি শিশু আশ পাশে ব্যস্ত
দৌড়ঝাঁপে কিন্তু ঐ ছেলে ঘুমে বিভোর
হয়েই ঘন ঘন দেয় সে কাশি এবং হাছি।
তাদের এক জন জাকির জানতে চাইলে
সে জানাল নাম ঘুমন্ত শিশুটির রাজু নাই
বাপ মা টোকাই পোলা কিন্তু ওরে আমরা
খুব আদর করি সবে খেলি সময় পাইলে।
ভাল পোলা সে করেনি ঝগড়া কারো সংগে
ও এখন আমগো বন্ধু হয়ে গ্যাছে আরেকটা
নাম ওর আছে বুলেট আমরা ই নামটা দিছি
মাঝে মধ্যে ব্যথাও থাকে তার সমস্ত অংগে।