মৌলিক অধিকার
শিশুদেরও মৌলিক অধিকার
যোগ্য নাগরিক হিসেবেই গড়ে
তুলতে আছে সবার স্বাধিকার !
খাদ্য বস্ত্র স্বাস্থ্যসেবা বাসস্থান
শিক্ষা নিশ্চিত বাস্তবায়ন ইহা
তাদের জন্যেই উত্তম সংস্থান !
স্বাধীনতার পর গেছে কত যুগ
এর মধ্যে সম্পাদন করা হয়নি
বিধায় পারছেনা করতে ভোগ!
দারিদ্র্যের কারণেতো বাধ্য হয়
পরিশ্রম করতে লাখ লাখ শিশু
কত যেন অপরাধে জড়িত রয়!
কেহো ব্যক্তিগত কাজেই রাখেন
অনেকে গোষ্ঠীগত স্বার্থে এসব
শিশুকে ব্যবহারও করে থাকেন!
অপরাধেও জড়িত হয়ে পড়লে
স্বেচ্ছায় বা অপরের প্ররোচনায়
নিস্কৃতি হয়না অবশেষে লড়লে!
সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়
কোনো শিশু অপরাধে জড়িয়ে
গেলে যেথা মুক্তির সুযোগ রয় !
শিশু উন্নয়ন কেন্দ্র দিয়েছে নাম
সুপথে আনতে দায়িত্ব সমাজ ও
রাষ্ট্রের তো ওরা হবে সফলকাম!