যতো মুসলমান
তোমার চলাচলে প্রকাশ হবে
যে মুসলিম পরিবারের সন্তান
আচার আচরণে তা আরোও
তোমাকে প্রকাশ করতে রবে।
প্রত্যেকের নামে পরিচয় হয়
সে কোন জাতি ধর্মের লোক
বিশেষ করেই মুসলমান হলে
খুব সহজেই যার প্রমাণ রয়।
মুসলমান জাত বংশ রয় যত
ইসলাম ধর্মের লোক হিসেবে
পৃথিবীতে সকল সৃষ্টির সেরা
জীব প্রকাশ করে যাও ততো।
সর্বশ্রেষ্ঠ কিতাব মোদের তরে
যেথা চিরন্তন মহৎ বাণী সবই
প্রকাশ থাকে সেজন্য সকলে
উপাসনায় থাক জীবন ভরে!
আল্লাহর নির্দেশিত পথে চলে
যত অশালীন সব দাও ছেড়ে
মনগড়া চলা ফেরা বাদ দিলে
ইহ পরকালে সুখ শান্তি মিলে!