যৌতুক কলঙ্ক !

বাংলাদেশের জন্যে যৌতুক প্রথা
কলঙ্ক উপমহাদেশে শুরু থেকেই
যৌতুকের প্রচলন ছিল যথাতথা।

ভারত মহাদেশ হতে এর প্রচলন
মূলত: বাংলাদেশে চলে আসছে
এর বিরুদ্ধেও হচ্ছে আনদোলন।

শারীরিক মানসিক নির্যাতন চলে
পুরুষদের যৌতুকের দাবিতে এর
ফলে নারীদেরই শান্তি নাহি মিলে।

মোটা অংকের টাকাও দাবি করে
পুরুষরা বিবাহের পূর্বে আর পরে
যা চলছে গ্রাম ও শহরাঞ্চল ধরে।

যদিচো যৌতুক দিতে অক্ষম হয়
নারী কিংবা নারীর পরিবার তবে
অমানবিক নির্যাতন চলতেই রয়।

আত্ম হত্যার প্রবণতাই বৃদ্ধি পায়
যৌতুকের জন্য মহিলাদের মধ্যে
এতে সবার শান্তি দূরে চলে যায়!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *