শান্তিময় !
গুন গুন শব্দে গান গেয়ে এক ছেলে যায়
তার নীরব সুর লহরীর মনোমুগ্ধকর টানে
শ্রোতাকে আনন্দ দিয়ে মনে যা শান্তি পায়।
তার চলার গতিবেগ ছিলো খুবই শান্তিময়
কিন্তু চোখের চাহনিটি দেখে অনুভব হলো
মনের মধ্যে হয়তো বা কতো দু:খ কষ্ট সয়!
কিছুক্ষণ পরে জানতে পারি কাহিনী যতো
হতভাগা অনাথ এতিম ছেলের ছোট বেলা
মা বাবার মৃত্যুর পর থেকে ভোগছে শতো!
পরিবারে একটি ভাই ছাড়া কেউ নেই তার
সে ছোট ভাইসহ মাথা গুজে থাকার মতো
জীর্ন কুঠির আছে এছাড়া কিছুই নেই যার!
উভয়ের বেঁচে থাকতে একটি চাকরি করে
মাস শেষে যে বেতন পায় তারা খেয়ে আর
না খেয়ে জীবন সংগ্রাম চালিয়ে যায় পরে!
শত অভাব অনটনের সংসারে যা কষ্ট সয়
যতো দুর্ভোগ দুর্গতি ক্লেশ আরো যাতনায়
রয় আল্লাহর দয়ার ফলে সব কিছু দূর হয়!