শান্তির জিন্দেগী
দীর্ঘ প্রতিক্ষায় কেটে যায় প্রহর,
মোহের ছলে থাকায় পায়নি টের।
অবিরত একই ধ্যানে থাকলে মগ্ন,
তাতেও আশার রত্ন হয়নি ক লব্ধ।
বিমোহীত থাকায় বিরাজ অশান্তি,
আকাংখিত লব্দেই হয় প্রশান্তি।
আশার আলো হলেই প্রজ্জ্বলিত ,
মন প্রাণ সবই ভরে হয় উল্লসিত।
প্রহরের সময় পরে বর্ধিত হলে,
দিন-রজনী মুহে গড়িয়ে গেলে।
প্রাপ্তির প্রচেষ্টায় নিয়োজিত যারা,
পর্যায়ক্রমে উন্নত হবেইতো তারা।
কায়মনে পালনে আল্লাহর বিধান,
শান্তির জিন্দেগী করবেন প্রদান।