শীতের সকাল

হেমন্তের আমেজ হতে না হতেই শেষ
শীতের সকাল হাজির শীত নিয়ে বেশ!
কুয়াশায় ঢেকে যায় নির্জন বন ও মাঠ
নদীর কূল আর খাল বিল পুকুর ঘাট!
উত্তর দিগন্তে বরফ চূড়ার হিম নিঃশ্বাস
প্রকৃতি জড়ো হয়েই ফেলে শীতল শ্বাস!
শীতের দীর্ঘ রাতেই কুয়াশা বরণ গায়ে
সুবহে সাদিক ও আযানের ধ্বনি লয়ে।
গাছে গাছে সকালে পাখিদের মুখরিত
ঘুম ভাঙে কলো-কাকলিতে ও সুস্মিত।
সত্যিই সকাল অনেক বৈচিত্র্য শীতের
খড় জ্বালিয়ে শিশুরা উল্লাসে গীতের!
খেঁজুরের রস কাঁধে চলেযে পল্লী গাঁয়ে
গাছিরা সারিবদ্ধভাবে যায় হেঁটে পায়ে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *