শ্রেষ্ঠ নবী (সঃ)
পরিপাটি থাকো পরিমিত সাজসজ্জা কর
এ বিষয়ে মানব জাতির শ্রেষ্ঠ আদর্শ নবী
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তিনি ছিলেন যা অধিক পরিচ্ছন্ন ও পবিত্র
সকল মানুষ অনুসরণে সুন্দর জীবন ধর।
তাঁর চেহারায় ছিল আকর্ষণীয়ও সৌন্দর্য
শোভনতা করতেন পছন্দ সাজতেন তিনি
তবে অপচয় আর বাড়াবাড়ি করতেন না
যা সুন্দর পোষাক পরতেন সেভাবে খরচ
এবং চলা ফেরায় মিতব্যয়ীতে ধরো ধৈর্য্য।
কোনো প্রতিনিধি দলও করলে আগমন
তিনি সুন্দর জামা পরিধান করে সাক্ষাৎ
করতেন মুগ্ধকর আরো ব্যবহার করতেন
নবীজী ছিলেন মাঝারি গড়নের তাঁদের
কাছে থাকতেন যতক্ষণনা হতেন নির্গমন।
তাঁর উভয় কাঁধের মধ্যস্থল ছিল প্রশস্থ
মাথার চুল দু’ কানের লতি পর্যন্ত বিস্তৃত
কখনো লাল চাদর পরিহিত অধিক সুশ্রী
ও সুন্দর মানানসই ও উপযুক্ত সব সাজ
গ্রহণ আরোও সর্ব মহলে ছিলেন বিশ্বস্ত।