সর্বহারা !
একমাত্র বন্ধু মোর কই
তারে ছাড়া মনের ব্যথা
কারে প্রকাশ করে রই?
পরেছি কলঙ্কের মালা
জানে সব আলা পালা
কত যে প্রাণের জ্বালা!
প্রাণ বাঁচে না সে ছাড়া
আন্তরিক যা মুক্ত ধারা
অন্তরটি মোর সর্বহারা!
স্বজন ছেড়ে একা রই
এজন্যে যা কলঙ্কী হই
মনের দু:খ কারে কই?
বন্ধু আমার আছে দূরে
এখন অবস্থান মধুপুরে
ভুলে গেছে সে আমারে!
খাবার খাদ্য লয় না মনে
ভাবতে থাকি নিশিদিনে
করব কি আর দীনহীনে!