সুখ নিহিত
আজ লিখতে চাই জীবনের একটি গল্প
দুঃখ গুলো লেখা শেষ হলে সুখ লিখতে
যাবো যখনি দেখি কলমের কালি প্রায়ই
শেষ হয়ে গিয়ে নিচুতে পড়ে আছে অল্প।
এক ছেলের বাস্তব জীবন কঠিন ছিলো
যেখানে দু:খ দুর্দশা ও দুর্ভোগ জীবনভর
সময়ে অসময়ে লেগে থাকতো পরিশেষে
ইহা কিছু দিন পর কতো দূরে চলে গেল।
সে ছিল আল্লাহ ভক্ত আর পরিশ্রমী যত
সৃষ্টি কর্তার ইবাদত বন্দেগী সময়ে সেরে
যথেষ্ট কষ্ট সহিষ্ণু আর ধৈর্য্য ধারণ করে
উন্নয়ন উন্নতির কাজ কর্মে লেগে যেতো।
দু:খ আর কষ্টের পরে যত সুখ নিহিত রয়
তপস্যা এবং সাধনায় অন্তরে আনন্দ বয়
আল্লাহর অপার অনুগ্রহের জন্য সুখী হয়
অবশেষে আরাম আয়েশ জীবনে যা সয়!