সে অসুস্থ !
সামান্য লিখে যাই
মোর ছোট নাতনি
অসুস্থ হয়েছে তাই
অন্তরে শান্তি নাই!
ওর হলো সর্দি জ্বর
শরীরে সুখ আরাম
আয়েশ প্রশান্তি নাই
থমকেছে কণ্ঠ স্বর!
আরো আছে কাশি
কখনো কমে আবার
বাড়ে অশান্তি লেগে
বেশী নেই হাসি খুশী!
আমরা প্রার্থনা করি
নাতনীর সুস্থতা দান
করার জন্যে একত্রে
সবে আল্লাকে স্মরি!