সৌন্দর্যে মুগ্ধ !
যে লোক নিজেকে একান্তে জানে
তপস্যা সাধনাতেই রয় মনে প্রাণে
সে আল্লাহ তায়ালাকে বেশী মানে!
পৃথিবীর যা দৃশ্য চেয়ে চেয়ে দেখি
মনোলোভা মনোরম মনেতে রাখি
স্রষ্টার সৃষ্টির সৌন্দর্যে মুগ্ধই থাকি!
কষ্টার্জিত যা কিছু সাধন সিদ্ধ হয়
কষ্ট বিনা যে প্রাপ্তি গুরুত্বপূর্ণ নয়
অবহেলা অনাদরে তা পড়েও রয়!
যতো লোক জেনে নেয় আত্মতত্ব
চলাচলের রাস্তাও ন্যায় আর সত্য
সকল কিছুতে থাকে তার ব্যক্তিত্ব!
সত্যবাদী ন্যায় নিষ্ঠায় চলতে হবে
খোদা তায়ালা দু:খ কষ্ট দূরে নিবে
তাঁর দয়াতে সবে শুখ শান্তি পাবে!