স্কুলে প্রথম যাত্রা
বড় বোন তার তাইফা,
সংগে নেইতো রাইফা।
বিদ্যালয়ে প্রথম যাত্রা,
আনন্দের শত মাত্রা।
কত সাজ গুজ করে,
স্কুলের পথই সে ধরে।
বই খাতা ও পরিপাটি,
চলছে সে পায়ে হাটি।
বললাম গাড়ীতে এস,
জানালার পাশে বস।
গাড়ীতো রওয়ানা দিল,
বিদ্যালয়ে নিয়ে গেল।
খুশিতেই সে আত্নহারা,
আরো সহপাটিও যারা।