স্বরতন্ত্রি ছিঁড়েছি !
তুষের আগুনে কবে থেকে জ্বলছি
নিভে গেছি কতো জ্ব’লে জ্ব’লে তা
দেখতে পাও নি তাই কষ্টেই বলছি!
কবে থেকে যেনো দাঁড়িয়ে রয়েছি
বাতি স্তম্ভের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে
প্রতীক্ষারত অবস্থায় ভেঙে পড়েছি!
আরোও অনেক সময় তো ডাকছি
ধৈর্য্য হারা হয়েছি ডাকতে ডাকতে
অন্তরের অজান্তে স্বরতন্ত্রি ছিঁড়েছি!
স্নেহের দায় অকস্মাৎ বোবা হয়েছি
বাক শক্তি হারিয়ে পাথরের মতোই
কতো নিথর হয়ে এখন বসে গেছি!
সেই কবে থেকেই ফুটে আছি তাই
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে পড়ে
গেছি বলে আর কোনো শান্তি নাই!
অপলক দৃষ্টিতে যে তাকিয়ে আছি
অনিশ্চয়তায় শত প্রত্যাশা হারিয়ে
তাকিয়ে থেকে যতো গ্লানি বয়েছি!