স্বর্গে যাবে
নবীজীর বাণী জেনে রেখ সবে
যার একটি মাত্র বা দু ‘টি মেয়ে
রয়েছে সে জান্নাতে যাবে আর
তিনটি মেয়ে হয় যদি তবে তো
নবী (স.) এর সাথে স্বর্গে যাবে।
পুরস্কার স্বরূপ বেহেশত আছে
ঈমানদারের জন্য যদি আমল
ইখলাসের সহিত ইবাদত করে
মৃত্যুর পরে স্রষ্টার স্নেহে তাদের
জন্যে জান্নাত নির্ধারণ রয়েছে!
হজ ই ইসলামের অন্যতম খুঁটি
নবীজি বলেছেন কবুল হওয়া
হজের প্রতিদান হলো একমাত্র
জান্নাত হজ করে কোন পাপে
লিপ্ত থাকলে দূরে যায়নি ত্রুটি!
জান্নাত অবধারিত তাদের জন্য
যারা রাসুল ( স. ) এর নির্দেশিত
পথে চলে আল্লাহকে ভয় সুন্দর
সঠিকভাবে তাঁর ইবাদত বন্দেগী
করে তারা প্রকৃতপক্ষে অগ্রগণ্য!