ভূগর্ভ
যে গ্রহে বসবাস সকলে আমরা করি,
কোরআনের ভাষ্যে পৃথিবী বলে ধরি।
ধর্ম গ্রন্থে আছে বেশ তথ্য ভাণ্ডার কত,
অনুসন্ধান করতে সব জড়ো হয় যত।
বিজ্ঞান ক্লান্ত হয়েছে অবশেষে যখন,
পূর্বের ঘোষণা প্রকাশ আল্লাহর তখন।
সপ্তাকাশ এবং পৃথিবী পুঞ্জীভূত ছিল,
বিস্ফোরণে মহান স্রষ্টা সূচনা যে দিল।
পাঁচশত বছর আগে স্পষ্ট করেছেন তাঁর,
মহাগ্রন্থে এসব প্রকাশ করেছেন যার।
পৃথিবীর পরিধি সংকীর্ণ হচ্ছে ক্রমে,
বিজ্ঞানীদের ধারণা যে নয় কোন ভ্রমে।
মহান আল্লাহ সব সমাধান দেন যিনি,
ভূপৃষ্ঠে যত সংকুচিত করে ও দেন তিনি।
আসমান থেকে যত বর্ষণ করেন পানি,
সংরক্ষণ করেন ভূগর্ভে আমরা তা জানি।
আল্লাহর দয়ায় প্রসার সংকুচ সব যে হয়,
যুগেযুগে ও সব কালে সকল প্রমাণ রয়।