একে অন্যের সাথে কথা বলতে হয় উত্তম
পারস্পরিক আলোচনায় যেসব কথা বলা
হয় তা জ্ঞানসমৃদ্ধ হলে হবেনা তারা অধম।
মুসলমানদেরকে অটুট বিশ্বাস রাখতে হবে
তাঁদের প্রতিটি শব্দ মুখ দিয়ে প্রকাশের জন্য
জবাব দিহিতা আছে স্মরণ রাখবে তা সবে।
অনর্থক কথা বলতে সবার সচেতন থাকা
উত্তম বললে পুরস্কৃত আর মন্দ কথা বললে
শাস্তি ভোগ করতে হবে তা যেন স্মরণ রাখা।
উল্লেখ আছে কে ঐ ব্যক্তি অপেক্ষা ভালো
যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে ও
সৎ কর্ম করে সেই জীবনে জ্বালায় আলো।