নৌকা বাইচ
জনসমাগমের কতই ভীড়
সিলেট সুরমা নদীর তীর।
বর্ষায় পানির কতই জোর
সৌখিনদের ঘুরছে মোড়।
তারা বাইচ মাইকিং করে
নৌকায় নদীটি যায় ভরে।
নানা রঙের নৌকা আসে
প্রচুর লোকই থাকে পাশে।
নৌকা সুন্দর যত রঙ করা
বাদ্যযন্ত্র তত নৌকায় ভরা।
নৌকা বাইচ আরম্ভ ও হয়
মন্দিরা জুরে বাজতে রয়।
পাইক মন প্রাণ দিয়ে বায়
প্রথম পুরুষ্কারই যেন পায়!
মন্দিরা ঢোলের বেশী সুর
ভেসে যায় তা অনেক দূর!
দর্শকবৃন্দও থাকিয়ে থাকে
কর্তৃপক্ষ মাইকে নাম হাঁকে!
বিকেল বেলা বাইচও শেষ
সময় ফুর্তিতেই কাটে বেশ!