নশ্বর পৃথিবী
আমরা মানব জাতি সাম্যের,
চলতে পারিবনা বৈসম্যের।
সাম্যের গাহি মোরা মিলে গান,
নেইকো মোদের কোন পিছু টান।
আমরা সৃষ্টির জীব সেরা,
পৃথিবী জুড়ে আছে ঘেরা।
নেই জাত ভেদাভেদ গোত্র,
মিলেমিশে আছি হয়ে মিত্র।
এ ধরায় কেহ আসেনি
হয়ে চীরন্জীব,
সীমিত সময় শেষ হলেই
নিভে যাবে প্রদীপ।
একান্তে মোরা সকলের তরে,
জনহিতার্থে যাব কাজ করে।
স্থায়ী হয়ে ওঠেনি কেউ বেড়ে,
সব ই যেতে হবে ধরণী ছেড়ে।