আল্লাহ সহায়
সাত সকালে রাস্তায় দেখি এক ছেলে
কাছে গিয়ে জিজ্ঞেস করলাম বালক
এত ভোরে বাসা বাড়িতেই সব থাকে
তুমি কেন রাস্তায় একা এখানে এলে!
সে আস্তে আস্তে তখন বলতে লাগে
ছোটকালে বাবার বিয়োগে মা’র যত্নে
ছিলাম গত মাসে তিনি ও ইন্তেকাল
করেন তাঁদের মনে হলে দুঃখ জাগে!
অশ্রুসিক্ত আরো কতো তার অশান্তি
মা বাবা উভয় নাই কি যেন হবে গতি
কষ্টের মধ্যে যা আছি অধিক দুর্গতি
শত দুঃখে জর্জরিত মনে নাই শান্তি!
অসীম দুঃখ কষ্ট দুর্গতির নাই শেষ
খানা খাদ্য পোশাক পরিচ্ছদ ঔষধ
পথ্য সহ কে যোগান দিবে কোথায়
কার কাছে থাকবে চিন্তা করে বেশ!
দুর্ভোগ দুর্গতি আর এতিম অসহায়
স্থানীয় এক মাদ্রাসায় ভর্তি হওয়ায়
থাকা ও পানাহারের ব্যবস্থা করায়
কতই খুশি সে বাকী আল্লাহ সহায়!